ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নন্দীগ্রামে বিদ্যুতে আলোকিত ১০২ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
নন্দীগ্রামে বিদ্যুতে আলোকিত ১০২ পরিবার বগুড়া-৪ আসনের এমপি রেজাউল করিম তানসেন আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিদ্যুতের আলোয় আলোকিত হলো ১০২ টি পরিবার। এরমধ্যে রয়েছে পেংহাজারকী কুড়িপাড়ার ২৭টি ও বৃকঞ্চি গ্রামে ৭৫টি পরিবার।
 
 

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া-৪ আসনের এমপি রেজাউল করিম তানসেন আনুষ্ঠানিকভাবে এসব গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে রেজাউল করিম তানসেন বলেন, ১৪ দলের সরকার উন্নয়নবান্ধব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে বর্তমানে দেশ বিদ্যুতের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় উপাদান হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতায়নের ফলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে। গতিশীল হবে অর্থনীতি।
 
তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই রাস্তাঘাট, শিক্ষা, বিদ্যুতায়নসহ দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের বিপ্লব ঘটে। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে।
 
পেংহাজারকী কুড়িপাড়া গ্রামের উত্তম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের এজিএম রেজাউল করিম, পরিচালক মাহফুজার রহমান, সাংবাদিক নাজির হোসেন, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
 
এসময় নন্দীগ্রাম পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ইন্সপেক্টর আব্দুস সাত্তার, ইঞ্জিনিয়ার ওয়ালীউর রহমান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নিখিল চন্দ্র, স্থানীয় আওয়ামী লীগ নেতা ভবেশ চন্দ্র, গৌতম চন্দ্র, সুদেব চন্দ্র, জেলা জাসদ নেতা নুরুল ইসলাম সেফা, স্থানীয় জাসদ নেতা আব্দুল বাছেদ বাচ্চু, শামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।