ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বরিশালে প্রথমবারের মতো এলপি গ্যাস ফিলিং স্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
বরিশালে প্রথমবারের মতো এলপি গ্যাস ফিলিং স্টেশন

বরিশাল: বরিশালে প্রথমবারের মতো এলপি (তরলীকৃত পেট্রোলিয়াম) গ্যাসের ফিলিং স্টেশনের উদ্ধোধন করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিলিং স্টেশনটির উদ্ধোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বরিশাল নগরের রুপাতলী এলাকায় অবস্থিত ‘হাজী এলপিজি ফিলিং স্টেশন’ নামের এ স্টেশনে ১৫ হাজার লিটার এলপি গ্যাস সংরক্ষণ করা যাবে।

প্রতি লিটার গ্যাস বিক্রি করা হবে ৫০ টাকায়।

এসময় ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী মো. নূর হোসেন মিরনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল, সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালি) মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ট্রাফিক) মো. রাসেল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।