ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ময়মনসিংহ গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎহীন নগরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
ময়মনসিংহ গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎহীন নগরী

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীর গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছে। সেখানকার দু’টি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে নগরীর বেশিরভাগ এলাকা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ওই দু’টি ট্রান্সফরমার বিকল হয়ে যায়।

বিকল ট্রান্সফরমার সচলে উদ্যোগী হয়ে উঠেছে সংশ্লিষ্টরা।

ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (দক্ষিণ) নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কেওয়াটখালী গ্রিড থেকে নগরীতে ১৪১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। রাতে হঠাৎ করেই গ্রিডের দু’টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। শিগগির ট্রান্সফরমার দু’টি সচল হবে।

এদিকে, ট্রান্সফরমার দু’টি বিকল হয়ে পড়ায় অন্ধকার নেমে এসেছে নগরীর বিভিন্ন এলাকায়। দুঃসহ গরমে ঘরের ভেতরে টেকা দায় হয়ে উঠেছে। বৃদ্ধ ও শিশুরা গরমে সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়েছেন। বৃষ্টি হওয়ায় বাইরেও কেউ বের হতে পারছেন না। ফলে ভ্যাপসা গরমেই হাঁসফাঁস অবস্থার মধ্যে পড়েছেন নগরীর বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এমএএএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।