ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সাভারে পল্লী বিদ্যুৎ অফিসের বার্ষিক সদস্য সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সাভারে পল্লী বিদ্যুৎ অফিসের বার্ষিক সদস্য সভা সাভারে পল্লী বিদ্যুৎ অফিসের বার্ষিক সদস্য সভা-ছবি: বাংলানিউজ

সাভার, ঢাকা: সাভারে পল্লী বিদ্যুৎ অফিসের বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাভার পল্লী বিদ্যুৎ অফিসে বার্ষিক সদস্য সভার আয়োজন করা হয়।

সভায় বিদ্যুতের চাহিদা, গ্রাহক সেবা, গ্রাহক সংযোগ, গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধে উৎসাহিত করা ও বছরে নিয়মিতভাবে যে সব গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করেন তাদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- সমিতির পরিচালক পর্ষদের কোষাধ্যক্ষ মো. নজমুল হক, সমিতির পরিচালক সদস্য ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মু. আবদুস সালাম, সিনিয়র জিএম সৈয়দ ওয়াহিদুর ইসলাম, ডিজিএম মো. আবু হানিফ মিয়াসহ সমিতির সব সদস্য ও গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।