ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান ছবি: জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ঊপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

শনিবার (০৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গ্রিনটেক ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউট আয়োজিত ইন্টারন্যাশনাল গ্রিন কনফারেন্স ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

'গ্রিন ব্যাংকিং ফর গ্রিন ইন্ডাস্ট্রি অ্যান্ড গ্রিন এনার্জি' শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশে মজুদ প্রাকৃতিক গ্যাসের পরিমাণ দ্রুত কমে আসছে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্টগুলোর ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ বাড়াতে হবে।

এসময় বিদ্যুৎ জনগণের মৌলিক চাহিদা উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ সুবিধার আওতায় দেশের সব মানুষকে নিয়ে আসার জন্য জৈব জ্বালানির তুলনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার লক্ষে কার্যকর গবেষণার প্রতিও গুরুত্ব আরোপ করেন।

এনার্জি ইনস্টিটিউটের পরিচালক ড. সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব।


সম্মেলনে মূল বক্তব্য রাখেন জার্মানির ম্যালেকি জিএমবিএইচের সহ প্রতিষ্ঠাতা সবুজ মানুষ খ্যাত মাদিয়াস গিলবার। সম্মেলনে এছাড়াও দেশি-বিদেশি নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।

নবায়নযোগ্য জ্বালানি নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিকেলে শেষ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সভাপতিত্ব করবেন শ্রেডা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এইচআর/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।