ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

হাওরে ৩২ মেগাওয়াট সৌর বিদ্যু‍ৎ প্ল্যান্টের চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
হাওরে ৩২ মেগাওয়াট সৌর বিদ্যু‍ৎ প্ল্যান্টের চুক্তি সই ছবি: প্রতীকী

ঢাকা: হাওরাঞ্চলের মানুষদের জীবনমানের উন্নয়নে কোরিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে ৩২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্ল্যাটের চুক্তি সই করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ( বিপিডিবি)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ ভবনের মুক্তি হলে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।



চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন বিপিডিবি সচিব মাজহারুল হক ও এইচকেজিই-এর ব্যবস্থাপনা পরিচালক কি ইয়াং লি।

বিপিডিবি’র চেয়ারম্যান মো. শামসুল হাসান মিয়ার সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আর হাওর বাংলা-কোরিয়া গ্রিন এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন,  বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘থার্টি টু মেগাওয়াট (এসি) গ্রিড-টাইড সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট অ্যাট ধর্মপাশা, সুনামগঞ্জ’ শীর্ষক প্রকল্পটিতে অর্থায়ন করছে এডিসান সোলিটেক
কোম্পানি লিমিটেড (পিপপলস রিপাবলিক অব কোরিয়া ৬৫ শতাংশ), পাওয়ার পয়েন্ট কোম্পানি লিমিটেড ( (পিপপলস রিপাবলিক অব কোরিয়া ৩০ শতাংশ) এবং হাওর বাংলা-কোরিয়া গ্রিন এনার্জি লিমিটেড ( ৫ শতাংশ)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ শর্ত হিসেবে বিদ্যুৎ উৎপাদনকারীরা কিলোওয়াট প্রতি শূন্য দশমিক ১৭ ইউএস ডলারে (৮০ টাকা হিসেবে) বিদ্যুৎ দেবে। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ দশমিক ৬০ টাকা।

বছরে এ প্লাট থেকে ৫১ হাজার ৮৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রিনিউয়েবল জ্বালানিতে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। বর্তমান সরকার ৪৪ লাখ গৃহে সৌর বিদ্যু‍ৎ পৌঁছে দিয়েছে। হাতিয়াতেও যাচ্ছে, পটুয়াখালীতেও যাবে।

‘হাওরবাসীর জন্যে এই প্রজেক্ট বিশেষ ভূমিকা রাখবে। এতে তাদের জীবনমানের উন্নয়ন হবে,’ বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।