ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

শার্শায় ২৮৫ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
শার্শায় ২৮৫ পরিবারে  নতুন বিদ্যুৎ সংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার ভবানিপুর ও রুদ্রপুর গ্রামে ২৮৫টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।  

রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় নতুন বিদ্যুৎ সঞ্চালনের সুইচ টিপে সংযোগের শুভ উদ্বোধন করেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

 

স্বাধীনতার ৪৪ বছর পর ঘরে বিদ্যুতের আলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এসব পরিবারের সদস্যরা। ঘরে বিদ্যুৎ আসায় এখন এসব পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়ার অনেক সুবিধা হবে।

কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিঙ্কুর  সভাপতিত্বে বিদ্যুৎ সঞ্চালন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ও  পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোনয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।