ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বাংলাদেশ-নেপাল যৌথ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
বাংলাদেশ-নেপাল যৌথ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ-নেপাল যৌথভাবে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একমত হয়েছে। বুধবার নেপাল ও বাংলাদেশের মন্ত্রী পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।



হোটেল সোনারগাঁওয়ে বৈঠক পরবর্তী এক যৌথ সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

এতে বক্তব্য রাখেন- বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও মন্ত্রী রাধা কুমারী গাওয়ালি।

বৈঠকে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি, নেপালে যৌথ বিনিয়োগে জল বিদ্যুৎ উৎপাদন প্রকল্প ও জ্ঞানের আদান প্রদানের বিষয়ে আলোচনা হয়।

এসব বিষয়ে একটা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে। এর খসড়া তৈরি করে নেপালে পাঠানো হবে বলে জানানো হয়।

আগামী ডিসেম্বরের মধ্যে দু’দেশের মন্ত্রী পর্যায়ে আবারো বৈঠক অনুষ্ঠিত হবে।

জিএমআর নামে একটি ভারতীয় কোম্পানি নেপালে দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। ওই কোম্পানির কাছ থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করবে। এবিষয়ে নেপালের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪/আপডেট ১৬১৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।