ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে অপেক্ষা আরও ২ বছর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মে ১৩, ২০১৪
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে অপেক্ষা আরও ২ বছর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরও ২ বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, লোডশেডিং নেই কিন্তু বিদ্যুৎবিভ্রাট আছে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরও ২ বছর অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের বিতরণ ব্যবস্থায় কিছু সংকট রয়েছে। এ কারণে অনেক সময় বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। এই বিভ্রাট কাটিয়ে ওঠার জন্য সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়নে কাজ চলছে।  

কেরাণীগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, আগামী ২ বছর পর আপনারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ
পাবেন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি  বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহীন আহম্মেদ, যুবলীগ নেতা এন আই আহমেদ সৈকত প্রমুখ।

পলক তার বক্তব্যে বলেন, কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ ও এর আশপাশের এলাকা ওয়াইফাই জোন হবে। আগামী ১ বছর এখানে থ্রিজি ওয়াইফাই সেবা বহাল থাকবে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকারি যেসব সেবা দেওয়া প্রয়োজন সেসব বিষয়ে কেরাণীগঞ্জকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

‌এসময় পলকের কাছে ইন্টারনেটের গতি বাড়ানোর দাবি জানান বিদ্যু‍ৎ প্রতিমন্ত্রী।

পলক বলেন, ২০২১ সালের মধ্যে সরকার ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেবে, আর আমরা পৌঁছে দেবো প্রযুক্তি।

ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র থেকে প্রতিমাসে ৪০ লাখ গ্রাহক সেবা গ্রহণ করেছেন, একে আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় বিভিন্ন ধরণের ই-সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

গত ১১ মে মেলা শুরু হয়ে চলে ১৩ মে পর্যন্ত। তিন দিনের এ মেলায় শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। মেলা উপলক্ষে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীর ভিড় লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ১৩, ২০১৪         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।