ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গোয়ালন্দে বিদ্যুতের দাবিতে মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মে ৪, ২০১৪
গোয়ালন্দে বিদ্যুতের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোয়ালন্দ (রাজবাড়ী): নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকাল ১০টায় গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



স্থানীয় সামাজিক সংগঠন ‘আহ্বান’-এর উদ্যোগে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন- রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উদ্ধব কুমার সাহা, মুন্সি লুৎফর রহমান, মওলানা আব্দুল আজিজ, গোয়ালন্দ সচেতন শিক্ষার্থী কমিটির (সশিক) সভাপতি আইয়ুব রানা, আয়োজক সংগঠন আহ্বানের আহ্বায়ক তানভীর আহমেদ নিবিড়, সদস্য সচিব অপু কুমার রজক প্রমুখ।

এসময় বক্তারা উপজেলায় বিদ্যুতের ঘন ঘন লোড শেডিংয়ের তীব্র প্রতিবাদ জানিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।