ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জলবিদ্যুৎ প্রকল্পে ত্রিদেশীয় বৈঠক বৃহস্পতিবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৩
জলবিদ্যুৎ প্রকল্পে ত্রিদেশীয় বৈঠক বৃহস্পতিবার

ঢাকা: বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকায় ত্রিদেশীয় বৈঠকে বসছে।  
অংশীদারিত্বের ভিত্তিতে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখতে প্রতিবেশী এ দেশ দুটির সঙ্গে  আলোচনা করবে বাংলাদেশ।



রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে ত্রিপক্ষীয় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ এবং বিদ্যুৎ কেনাবেচার সম্ভাব্যতা পর্যালোচনা হবে।

একই ভেনুতে অনুষ্ঠিত হবে আঞ্চলিক যোগাযোগ সুবিধা পর্যালোচনার বৈঠক। এতে সংশ্লিষ্ট দেশগুলোর যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।
 
ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, উপ-আঞ্চলিক সহযোগিতা উদ্যোগের আওতায় বৈঠক দুটি অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় বৈঠক প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেছেন, ‘জল ব্যবস্থাপনা, জলবিদ্যুৎ প্রকল্প এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যুৎ ক্রয় বিষয়ে আলোচনা হবে। এছাড়া সড়ক, রেল, জলপথ সংযোগ, পানি ব্যবস্থাপনা, জলবিদ্যুৎ, বিদ্যুৎ কেনাসহ সব বিষয়ে তিন দেশের মধ্যে খোলামেলা আলোচনা আশা করছে বাংলাদেশ। ’
 
জলবিদ্যুৎ ইস্যুতে ভুটানের অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘জলবিদ্যুৎ নিয়ে তারাও (ভুটান) আগ্রহী। তাদের খাতটি ছোট, তবে ধীরে ধীরে এ খাতে বিনিয়োগ বাড়ছে। তারা বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী। ’

পররাষ্ট্র সচিব আরো বলেন, ‘ভুটান স্থলবেষ্টিত দেশ বিবেচনায় বাংলাদেশের সমুদ্র, নদী ও স্থল বন্দরগুলো তারা ব্যবহারের সুযোগ চায়। ইতোমধ্যে এ নিয়ে আলোচনাও শুরু হয়েছে। ’

কূটনৈতিক সূত্রগুলো বলেছে, গঙ্গা অববাহিকার পানিসম্পদ ও বিদ্যুৎ খাতের উন্নয়নের ব্যাপক সম্ভাবনা থাকায় যৌথভাবে তা কাজে লাগানোর বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘন্টা, এপ্রিল ১৭, ২০১৩
কেজেড/সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।