ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কক্সবাজারে গাড়ি চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইসলামাবাদ এলাকায় চান্দের (জিপ) গাড়ি চাপায় উম্মে সাদিয়া (৮) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



উম্মে সাদিয়া ইসলামাবাদ এলাকার নুরুল ইসলামের মেয়ে। সে মমতাজুল উলুম ফরিদিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মিজবাহ বাংলানিউজকে জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে একটি চান্দের গাড়ির তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে সড়কে ব্যারিকেট দিলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।