ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় ভিড়েছে বাণিজ্যিক জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় ভিড়েছে বাণিজ্যিক জাহাজ

বাগেরহাট: পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ভানুয়াতুর পতাকাবাহী জাহাজ ‘এমভি আনকা সান’।

বুধবার (২০ মার্চ) সকালে মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়ে বেনুটা পতাকাবাহী জাহাজটি।

রাশিয়ার পির্টাসবার্গ বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মের্সাস কনভেয়ার শিপিংয়ের কর্মকর্তা সাধন কুমার জানান, জাহাজটিতে ৭১০ প্যাকেজের ১ হাজার ২২ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে। কাস্টম ক্লিয়ারিংসহ সব নিয়ম-কানুন শেষে দুপুরের পর থেকে পণ্য খালাস শুরু হয়েছে। খালাস শেষে পণ্য সড়ক পথে নেওয়া হবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।