ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বন্দরে ভিড়েছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী চতুর্থ জাহাজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
বন্দরে ভিড়েছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী চতুর্থ জাহাজ 

পটুয়াখালী: পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের ইনার অ্যাংকারেজে নোঙর করেছে এমভি সুমিত নামে একটি মাদার ভ্যাসেল। ৫ জুন চালু হওয়ার পর চার নম্বর জাহাজ এটি।

রোববার (৯ জুলাই) বিকেল ৪টায় জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। পরে জাহাজটিকে ইনার অ্যাংকারেজে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

উপ-পরিচালক আজিজুর রহমান জানান, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি সুমিত নামে একটি জাহাজ পায়রা বন্দরের আউটারেজ থেকে বন্দরের ইনার অ্যাংকারেজে পৌঁছেছে। লাইটারের মাধ্যমে ৫ হাজার মেট্রিকটন কয়লা লাইটারিং করে সোমবার সকালের মধ্যে বিসিপিসিএল জেটিতে ভিড়বে জাহাজটি, পরে সেখানে সম্পূর্ণ খালাস কার্যক্রম শুরু হবে।

১৯৯.৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের এম ভি সুমিত নামে জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। এর আগে এমভি জাদোর, এমভি পাভো ব্রেভ ও এমভি অ্যাথেনা নামের আরও তিনটি জাহাজ কয়লা নিয়ে এসেছিল।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।