ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ইরেনার কাউন্সিলর নির্বাচিত হয়েছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
ইরেনার কাউন্সিলর নির্বাচিত হয়েছে বাংলাদেশ

ঢাকা: নবায়নযোগ্য জ্বালানির আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (ইরেনা) ২০২৩-২০২৪ মেয়াদে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। রোববার (১৫ জানুয়ারি) বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইরেনায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবু জাফরের নেতৃত্বে বাংলাদেশের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল অধিবেশনে অংশ নেয়। তারা অধিবেশনে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং এ লক্ষ্য অর্জনে ইরেনার সহযোগিতা ও বিনিয়োগ কামনা করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অপর একটি প্রতিনিধিদল এসেম্বলি সংশ্লিষ্ট লেজিসলেটিভ ফোরাম, পাবলিক প্রাইভেট ডায়ালগসহ বিভিন্ন সভায় যোগ দেন। ২১ সদস্য বিশিষ্ট কাউন্সিলে বাংলাদেশ এবারই প্রথম সদস্য নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।