ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: ফখরুল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: ফখরুল 

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আমেরিকা র‌্যাবের ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

তারা আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।  

শনিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, শোনা যাচ্ছে-সরকারের অনেক মন্ত্রী-এমপি পাসপোর্ট-ভিসা প্রস্তুত করে রেখেছেন। খবর খারাপ দেখলেই বিদেশে চলে যাবেন। আমরা বলব, দেরি করছেন কেন, এখনি বিদেশে গিয়ে দেশের মানুষকে মুক্তি দিন।

ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, গুরুতর অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। এটা এখন গণদাবি। অন্যথায় আপনারাই বিদেশে চলে যান, দেশের মানুষকে মুক্তি দিন।  

তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন সফল করতে নেতাকর্মীদের বিশেষ করে ছাত্রদলকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, মোশাররফ হোসেন, নাজিমউদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।