ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফুটবল ম্যাচে যুবলীগকে হারালো ছাত্রলীগ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
ফুটবল ম্যাচে যুবলীগকে হারালো ছাত্রলীগ

মৌলভীবাজার: মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারে জেলা যুবলীগ বনাম জেলা ছাত্রলীগ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩-১ গোলে জয় পেয়েছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও পৌর মেয়র মো. ফজলুর রহমান।

জেলা যুবলীগ টিমের নেতৃত্ব দেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। আর জেলা ছাত্রলীগ টিমের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।

টান টান উত্তেজনা আর নেতাকর্মীদের আনন্দধ্বনিতে ম্যাচের নির্ধারিত সময়ে ছাত্রলীগ ৩-১ গোলে জয় পায়। দলীয় নেতাকর্মী ছাড়াও ব্যতিক্রমী এ খেলা মাঠের চারপাশ থেকে সাধারণ মানুষ উপভোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০২১
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।