ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ অপমানজনক’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
‘অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ অপমানজনক’

ঢাকা: পৃথিবীর কোনো কোনো উন্নত দেশ কখনও দুর্নীতি, কখনও গণতন্ত্র, কখনও জঙ্গিবাদ বা কোনো একটা বিষয় নিয়ে অন্য দেশের ওপর হস্তক্ষেপ করে। মানবাধিকারের নামে এটি করা হয়।

এটি ওই দেশের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংহতি মঞ্চ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম মোস্তফা বলেন, বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে হস্তক্ষেপ করে তার জন্য দায়ী দেশের রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হওয়ায় বিদেশিরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ পায়।  

তিনি বলেন, বিজয়ের ৫০ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। এখনো সমাজের প্রতিটি স্তরে শোষণ ও বৈষম্য চলছে। গণতন্ত্র হুমকির মুখে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশের জনগণ গণতন্ত্রসহ সব অর্জনকে হারিয়েছে। ৯০ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছিলাম সেই গণতন্ত্র হারিয়ে যাচ্ছে।

সংগঠনের প্রধান সমন্বয়কারী ও নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, বিজিএ চেয়ারম্যান এ আর এম জাফরুল্লা চৌধুরী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।