ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে বিএনপি নেতার অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
রাঙামাটিতে বিএনপি নেতার অব্যাহতি মহারঞ্জন চাকমা

রাঙামাটি: দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন রাঙামাটির জুরাছড়ি উপজেলা বিএনপির সদস্য মহারঞ্জন চাকমা।

রোববার (১৯ডিসেম্বর) সন্ধ্যার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

অব্যাহিত নেওয়া বিএনপি নেতা মহারঞ্জন চাকমা বলেন, আমার শারীরিক অসুস্থতার কারণে দল থেকে অব্যাহতি নিয়েছি।

জুরাছড়ি উপজেলা বিএনপিরর সভাপতি অনিল রবন চাকমা বলেন, মহারঞ্জন চাকমা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শারীরিক অসুস্থতা দেখিয়ে রোববার আমার কাছে তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।