ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি চায় না খালেদা জিয়া সুস্থ হোক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
‘বিএনপি চায় না খালেদা জিয়া সুস্থ হোক’

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির নেতাকর্মীরা চায় না খালেদা জিয়া সুস্থ হোক। তারা চায় খালেদা জিয়া ধুঁকে ধুঁকে মারা যাক, তারপর তার মৃত্যুকে ইস্যু করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামস্থ জাস্টিজ আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়া আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বিদেশে চিকিৎসার জন্য কোনো সুযোগ নেই। মহামান্য রাষ্ট্রপ্রতির কাছে ক্ষমা প্রার্থনা করে যদি তিনি মুক্তি পান তাহলে খালেদা জিয়া বিদেশে বা যেখানে খুশি সেখানে চিকিৎসা নিতে পারবেন। দেশের আইনে দণ্ডিত ব্যক্তিকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।

তিনি বলেন, তারেক রহমানের পরামর্শে বিএনপি নেতাকর্মীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ইস্যু তৈরি করতে চাচ্ছেন। তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি শুরু করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে হানিফ আরো বলেন, প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা যাতে কারিগরি শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারে এজন্য এই টেকনিক্যাল ইনস্টিটিউটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষ যুব শক্তি গঠনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

জাস্টিজ আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি ড. নার্গিস আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  যুগ্ম-সচিব একেএম টিপু সুলতান, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, সাবেক সিনিয়র সচিব আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক আজগার আলী, কুষ্টিয়া জজ কোর্টের পিপি অনুপ কুমার নন্দী, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, মিরপুর পৌর মেয়র এনামুল হক মালিথা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন জাস্টিজ আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা বিচারক আবু জাফর সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।