ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা আলালের নামে খুলনায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বিএনপি নেতা আলালের নামে খুলনায় মামলা

খুলনা: খুলনা সদর থানায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

তিনি জানান, রোববার (১২ ডিসেম্বর) মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। মামলাটির পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের অ্যাডমিনদেরও আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়েও কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এজাহারে। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।