ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য, জামালপুরে বিক্ষোভ

ডিস্ট্রিস্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য, জামালপুরে বিক্ষোভ প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য, জামালপুরে বিক্ষোভ

জামালপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে তানভির আহাম্মেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ছবিতে অগ্নিসংযোগ করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।