ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ২

চাঁদপুর: একটি মামলায় চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান গাজী ও শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের কালিবাড়ী গুয়াখোলা রাস্তার মাথা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ঈমান গাজী শহরের গুয়াখোলা এলাকার মৃত আবুল খায়ের গাজীর ছেলে এবং শাহরিয়ার একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বাংলানিউজকে বলেন, উভয়েই ২০১৮ সালের একটি রাজনৈতিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, শাহরিয়ার সকালে বাসা থেকে বের হয়ে বড় স্টেশন মাছঘাটে মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনের উদ্দেশে রওনা হন। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে।

দুই নেতাকে গ্রেফতার করায় তাৎক্ষণিকভাবে ছাত্রদলের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হানিফ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।