ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নৌকার জয় হবেই: বিপ্লব বড়ুয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
নৌকার জয় হবেই: বিপ্লব বড়ুয়া

সরকারের এক যুগের উন্নয়নের ফসল হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর জয় হবেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।  

রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে বৌদ্ধ সম্প্রদায়ের মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এসময় তিনি আগামী ২৭ জানুয়ারি সবাইকে কেন্দ্রে এসে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার অনুরোধ জানান।

সভায় মেয়র প্রার্থী এম রেজাউল করিম বলেন, 'মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামের ঐতিহাসিক স্থানগুলো চিহ্নিত করে তা সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।