ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে বাম জোটের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে বাম জোটের কর্মসূচি

ঢাকা: করোনা ভ্যাকসিন নিয়ে বাণিজ্য বন্ধ ও বিনামূল্যে সবার জন্য ভ্যাকসিন দেওয়ার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।  

রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।


 
বিবৃতিতে বলা হয়, বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে করোনা ভ্যাকসিন নিয়ে বাণিজ্য বন্ধ ও বিনামূল্যে সবার জন্য ভ্যাকসিনের দাবিতে সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় পল্টন মোড়ে জমায়েত হয়ে পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।