ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শহীদ আসাদ দিবসে ছাত্রমৈত্রীর শ্রদ্ধাঞ্জলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
শহীদ আসাদ দিবসে ছাত্রমৈত্রীর শ্রদ্ধাঞ্জলি

ঢাকা: শহীদ আসাদ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী।

বুধবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

দুপুর ১২টার দিকে এক  সংবাদ বিবৃতিতে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি কাজী আবদুল মোতালেব জুয়েল, সাধারণ সম্পাদক অতুলন দাস আলোর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।  

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমরান হোসেন, তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভিন আহমেদ, সংষ্কৃতি ও ক্রীড়া সম্পাদক সুমাইয়া পারভিন ঝরা, দপ্তর সম্পাদক হিসাম খান ফয়সাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মাইনুল সাগর, আরাফাত হোসেন শাওন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।