ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনায় ট্রাক চাপায় আওয়ামী লীগ নেতা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
খুলনায় ট্রাক চাপায় আওয়ামী লীগ নেতা নিহত ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় পাট বোঝাই ট্রাকের চাপায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেগ আনিসুর রহমান (৫২) নিহত হয়েছেন। বেগ আনিসুর রহমান খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীর ছোট ভাই।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকায় জামিয়া কারিমিয়া মাদ্রাসা সংলগ্ন জাব্দিপুর বালুরমাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রাক এবং মাহেন্দ্রা আটক করেছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার জানান, খবর পেয়ে পুলিশ ও দৌলতপুর ফায়ার সার্ভিসের একটি টিম নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমআরএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।