ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাহিদুর রহমান সেন্টুর মৃত্যুতে ছাত্র ফ্রন্টের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
জাহিদুর রহমান সেন্টুর মৃত্যুতে ছাত্র ফ্রন্টের শোক জাহিদুর রহমান সেন্টু

ঢাকা: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সেন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।


সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে তারা জাহিদুর রহমান সেন্টুর পরিবারের প্রতি সমবেদনা জানান।

নেতারা বিবৃতিতে বলেন, জাহিদুর রহমান সেন্টু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাত-শিবিরের সাম্প্রদায়িক রাজনীতি বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা, ছাত্র অধিকার রক্ষার আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলনে লড়াকু ভূমিকা রেখেছেন। সংগঠন তার এই ভূমিকাকে অত্যন্ত শ্রদ্ধার সাঙ্গে স্মরণ করে।  

জাহিদুর রহমান সেন্টু দীর্ঘদিন কিডনির রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।