ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভ্যাকসিন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
ভ্যাকসিন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ঢাকা: করোনায় মৃত্যু, আক্রান্তের সংখ্যা ও ভ্যাকসিনের সর্বশেষ তথ্য-উপাত্ত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি গঠিত করোনা বিষয়ক কমিটি।

আগামী বুধবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে কথা বলবেন দল গঠিত করোনা বিষয়ক কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বিএনপি গঠিত কমিটির সদস্য দলটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ডা. আব্দুস সালাম উপস্থিত থাকবেন।

জানা গেছে, সংবাদ সম্মেলনে করোনা ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

গত শনিবার (২ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয় বলে সাংবাদিকদের জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।