ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নিরাপত্তা চেয়ে ঢাবি প্রক্টরের কাছে আবেদন সেই ছাত্রলীগ নেত্রীর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
নিরাপত্তা চেয়ে ঢাবি প্রক্টরের কাছে আবেদন সেই ছাত্রলীগ নেত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): নিরাপত্তা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে আবেদন করেছে নিজ সংগঠনের নেত্রীর হাতে মারধরের শিকার রোকেয়া হলের সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্বী।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর কাছে এ আবেদন করা হয়।

এ বিষয়ে তন্বী বলেন, ‘চিঠিতে আমি গত ২১ ডিসেম্বরের ঘটনাটি তুলে ধরেছি। আমাকে মারধর করা কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা ছাড়াও মারধরে সহযোগী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহজালালের নাম উল্লেখ করে জীবনের নিরাপত্তা চেয়েছি। প্রক্টর সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার আগে প্রক্টরকে ঘটনাটি লিখিতভাবে অবহিত করার অংশ হিসেবেই এ চিঠি দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, আমি আবেদনটা পেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করবো।

** রোকেয়া হলের সাবেক এজিএসকে পেটালেন ছাত্রলীগের দুই নেত্রী

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।