ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৬ জানুয়ারি নির্বাচন কমিশনের সামনে বাম জোটের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
৬ জানুয়ারি নির্বাচন কমিশনের সামনে বাম জোটের বিক্ষোভ

ঢাকা: নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট। আগামী ৬ জানুয়ারি নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ ডিসেম্বর) পল্টনে জোট ঘোষিত ‘কালো দিবস’ এর কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নেতা আবদুল্লাহ আল ক্বাফী সভাপতিত্বে পূর্বঘোষিত এ কর্মসূচিতে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বাসদ মার্কসবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য আ ক ম জহিরুল হক, ইউসিএলবির সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সিরাজুম মুনীর, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

সমাবেশে নেতারা দুই বছর আগে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন উল্লেখ করে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের পদত্যাগ এবং একইসঙ্গে পুনর্নির্বাচনের দাবি করেন। একইসঙ্গে তারা কঠোর আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরর নির্বাচনের দিনকে ‘কালো দিবস’ আখ্যা দিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল জোটের।

পল্টন মোড়ে সমাবেশ করে মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগোলে শাহবাগ মোড়ে পুলিশ তা আটকে দেয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে পরে জোটের কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় সৃষ্টি হয় তীব্র যানজটের। প্রায় আধঘণ্টা ধরে মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন বামপন্থীরা।

সমাবেশ থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচনের আয়োজক ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িত বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আগামী ৬ জানুয়ারি (বুধবার) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ শেষে বাম জোটের কালো পতাকা মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে  যাত্রাকালে শাহবাগে আটকে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।