ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: বিএনপির 'সেমিনার-সিম্পোজিয়াম কমিটি'র সভা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: বিএনপির 'সেমিনার-সিম্পোজিয়াম কমিটি'র সভা

ঢাকা: বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির 'সেমিনার ও সিম্পোজিয়াম কমিটি'র প্রথম সভা সোমবার (২৮ ডিসেম্বর) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০২১ সনে সারা বছরব্যাপী সেমিনার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় আলেখ্য তথা বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের সার্বিক অর্জনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে নতুনভাবে তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়।

পাশাপশি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন সহ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুণঃনির্মাণে বিএনপির কীর্তিগাঁথা সম্বন্ধে আগামী প্রজন্মকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত এই সেমিনার সিরিজের মূল উপজীব্য হিসেবে উপস্থাপন করার সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির আহ্বায়ক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আব্দুল মঈন খান এবং সভা পরিচালনা করেন উক্ত কমিটির সদস্য সচিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন সেমিনার ও সিম্পোজিয়াম কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, মো. আব্দুল কাইয়ুম, এসএম জহুরুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি'র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, ড. খন্দকার মারুফ হোসেন, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. রাশেদুল হাসান মামুন।

এ ছাড়া অংশগ্রহণকারী হিসেবে সভায় যুক্ত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহরিয়া ইসলাম শায়লা এবং বিএনপির রিসার্চ এন্ড কমিউনিকেশন- বিএনআরসির রিসার্চ এসোসিয়েট মীর সোলাইমান।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এমএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।