ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এলডিপির আংশিক কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
এলডিপির আংশিক কমিটি ঘোষণা

ঢাকা: ভেঙে যাওয়া এলডিপির একাংশের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি হয়েছেন আবদুল করিম আব্বাসী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম। 

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পঞ্চম জাতীয় কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।  

কমিটির অন্য দুইজন হলেন- সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আবদুল গণি ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাশার।

 

কাউন্সিলে ৩০টি জেলা থেকে সহস্রাধিক কাউন্সিলর যোগ দেন।  

কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে পদত্যাগ করে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নতুন কমিটি করলেন।  

শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।  

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।