ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের কেন্দ্রীয় কমিটিতে এবারও সিরাজগঞ্জের ৫ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
আ’লীগের কেন্দ্রীয় কমিটিতে এবারও সিরাজগঞ্জের ৫ নেতা

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটিতে এবারও ঠাঁই পেয়েছেন সিরাজগঞ্জের পাঁচ নেতা। 
এর মধ্যে টানা তৃতীয়বারের মতো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসিম এমপি।

উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে বরাবরের মত এবারও স্থান পেয়েছেন সাবেক জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেক ও পেট্টো বাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর।  

অপরদিকে কার্য্যনির্বাহী সদস্য হিসেবে দ্বিতীয়বারের মত কমিটিতে স্থান করে নিয়েছেন মেরিনা জাহান কবিতা।

 ২০১৭ সালে ২০তম সম্মেলনেও এই পাঁচ নেতাই স্থান পেয়েছিলেন।  

২১ ডিসেম্বর সম্মেলনের দ্বিতীয় দিনে আংশিক কমিটি ঘোষণা করেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওইদিনই প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও উপদেষ্টামণ্ডলীর তিন সদস্যের নাম ঘোষণা করা হয়। পরে মেরিনা জাহান কবিতা নির্বাহী কমিটির সদস্য হন।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।