ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকেলে

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে। রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক হবে।

ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মিন্টু জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এছাড়া ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবারের বৈঠকে একদাশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি ঠিক করা হবে বলেও জানান মিন্টু।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।