ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এটা কি মামা বাড়ির আবদার, ঐক্যফ্রন্টকে কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
এটা কি মামা বাড়ির আবদার, ঐক্যফ্রন্টকে কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ফটো

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের পুনরায় নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এটা কি মামা বাড়ির আবদার? এটা কখনও পূরণ হবে না।’ ’

মঙ্গলবার (০১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৭ আসন পাওয়া ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রহশনমূলক, নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করে ও পুনঃনির্বাচনের দাবি করেছে।

নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ২৮৮টি আসন পেয়েছে।  

পড়ুন>> ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি আ’লীগের প্রত্যাখ্যান

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন লক্ষ্য আমাদের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করা। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।