ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কর্মী সম্মেলনকে ঘিরে উজ্জীবিত ফেনী আওয়ামী লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
কর্মী সম্মেলনকে ঘিরে উজ্জীবিত ফেনী আওয়ামী লীগ কর্মী সম্মেলনকে ঘিরে চলছে প্রস্তুতি। ছবি- ডালিম হাজারী

ফেনী: কর্মী সম্মেলনকে ঘিরে উজ্জীবিত ফেনীর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) শহরের জহির রায়হান মিলনায়তন মাঠে অনুষ্ঠিত হবে কর্মী সম্মেলন। এর জন্য আগে থেকেই প্রস্তুতি চলছে।

শহর জুড়ে করা হয়েছে আলোকসজ্জা।  

বুধবার (২৫ জানুয়ারি) রাতে ফেনী ২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ জেলা নেতারা সভামঞ্চ প্রস্তুতি পরিদর্শন করেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে ফেনীতে সাংগঠনিক সফরে আসছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

সম্মেলনে জেলা নেতারা ছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকরাও উপস্থিত থাকবেন।  

জানা যায়, সম্মেলনের মূল উদ্দেশ্য- দলকে শক্তিশালী সংগঠনে পরিণত করা, আগামী নির্বাচনের পরিবেশ তৈরি, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা, বিএনপি নেতৃত্বাধীন জোটের ধ্বংসাত্মক রাজনীতিসহ নেতিবাচক দিকগুলো তুলে ধরা, দলের তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন সমস্যার কথা শোনা ও যোগ্য ক্যান্ডিডেটদের তালিকা তৈরি করা।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসএইচডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।