ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কোকোর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
কোকোর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

ঢাকা: ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে তিনি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

মোনাজাত শেষে কবরের পাশে কোরআন থেকে তেলাওয়াত করেন খালেদা।

এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।  

মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান  রুহুল আমীন, আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।