ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত

ঈশ্বরদী: ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসানকে (১৮) পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত সাব্বিরকে পিটিয়ে আহত করে।

পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া।

কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান বলে, বহিরাগতরা প্রায় কলেজের ভেতর এসে মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করতো। এ নিয়ে সকালে কলেজের এক শিক্ষার্থীকে চড় মারে সাব্বির। খবর পেয়ে স্হানীয় এলাকার কয়েকজন ছেলে কলেজের ভেতর ঢুকে সাব্বিরকে পিটিয়ে আহত করে।  

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।