ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শ্রীপুর উপজেলা জামায়াতের আমিরসহ আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
শ্রীপুর উপজেলা জামায়াতের আমিরসহ আটক ৬

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলা জামায়াতের আমির ও শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের দোহারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান ছাড়া অন্য পাঁচজন হলেন- রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, ইখতিয়ার উদ্দিন, সোলাইমান হোসেন ও মশিউর রহমান।

তারা জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে শহরের দোহারপাড় এলাকায় জামায়াত পরিচালিত আল আমিন ট্রাস্ট কার্যালয়ে গোপন চলছিল। খবর পেয়ে পুলিশে সেখানে অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।