ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আদালতে খালেদা জিয়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আদালতে খালেদা জিয়া  আদালতে যাচ্ছেন খালেদা জিয়া/ ছবি: ডি এইচ বাদল

ঢাকা: দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওয়ানা হয়ে ১২টায় বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন।

এর আগে অপর দুই আসামি সরফুদ্দিন আহমেদ ও কাজী সালিমুল হক কামাল আদালতে উপস্থিত হলে বেলা পৌনে ১২টায় ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামান বিচারিক কার্যক্রম শুরু করেন।

  

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হলেও টানা তৃতীয় দিনের মতো অপর আসামি সরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি-তর্ক শুনানি করছেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. আহসান উল্লাহ।

সরফুদ্দিনের পক্ষে শুনানি শেষ হলে শুরু হবে আরেক আসামি কাজী সালিমুল হক কামালের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন।  

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি খালেদা জিয়াসহ ৬ আসামির মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক রয়েছেন।

কাজী সালিমুল হক কামালের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হলে যুক্তি খণ্ডনের সময় পাবে রাষ্ট্রপক্ষ। তারপরই রায়ের দিন ধার্য করবেন আদালত।  

বাংলাদেশ সময় ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।