ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নিজেকে বিলিয়ে দিয়েছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নিজেকে বিলিয়ে দিয়েছেন গোপালগঞ্জের উন্নয়ন ও চলমান কর্মসূচির অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা

গোপালগঞ্জ: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচি ও উদ্যোগ আপনারা সঠিকভাবে পালন করবেন। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নিজেকে বিলিয়ে দিয়েছেন। আপনারা যদি সেই উদ্যোগে নিজেদের আত্মনিয়োগ করেন তাহলে দেশ একদিন উন্নতির শিখরে পৌঁছাবে।

শুক্রবার (০৫ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের উন্নয়ন ও চলমান কর্মসূচির অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজিবুর রহমান বলেন, বিশ্ব নেতৃবৃন্দ নিজেদের কর্মী হিসেবে জনগণের জন্য কাজ করে মহান হয়েছেন।

আপনারাও কর্মী হয়ে উন্নয়ন কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তাহলেই বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মাঈনুল খান। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।