ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বদ্বয় তঞ্চাঙ্গ্যাকে (৩৫) গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার দুর্গম তিন নম্বর ফারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে মুখোশ পরা একদল দুর্বৃত্ত আওয়ামী লীগের ওই নেতার বাসায় ঢুকে তার উরুতে চারটি গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।  

এদিকে, এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হচ্ছে বলে দলটির সূত্র নিশ্চিত করেছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাছির উদ্দীন মোহাম্মদ জানান, এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।