ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধর্ষণ মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আরিফ গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
ধর্ষণ মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আরিফ গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটে ধর্ষণ মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আরিফ হাওলাদারেকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সাইক্কা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ফেরাঙ্গীকান্দি গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে।

তিনি নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনার পর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, ১১ নভেম্বর আরিফের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে এক নারী ভেদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতোদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাইক্কা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।