ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জাসদের প্রতিনিধি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
বগুড়ায় জাসদের প্রতিনিধি সভা সভায় জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ। ছবি: কাওছার উল্লাহ আরিফ/ বাংলানিউজ

বগুড়া: বগুড়া সদর উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের সাতমাথা মোড়ের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাসদের সভাপতি হারুন অর রশিদ চৌধুরীর সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি হেলাল উদ্দন আঙ্গুর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাসদ নেতা রাশেদুল ইসলাম হিরা, মো. সুমন, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, মিরাজুল, ইউসুফ, মাজেদুর রহমান, শাহজাহান, বাদল সরকার নয়ন, সিদ্দিকুল আলম মামুন, ওবায়দুল হক প্রমুখ।  

বক্তারা বলেন- সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের জন্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে জনগণের সামনে তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।