ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এরশাদের শেষ কথা শোনার সময় এখনও হয়নি: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এরশাদের শেষ কথা শোনার সময় এখনও হয়নি: কাদের কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রেল ওভারপাসের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ ছবি: বাংলানিউজ

কুমিল্লা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এরশাদের মুখ থেকে শেষ কথা শোনার সময় এখনও হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রেল ওভারপাসের কাজ পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে ছোট-খাটো সংঘাত দেখিয়ে বিএনপি কর্মীদের দেখানোর চেষ্টা করছে যে তারা অ্যাকশনে আছে।

তারা সড়কে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, পেট্রোল বোমা ছুড়ে পুলিশকে উস্কানি দেয়, সংঘাতে জড়াতে বাধ্য করে। আসলে তারা আন্দোলনে ব্যর্থ।

পরিদর্শনকালে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।