ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে সরকার সংবিধানের বাইরে এক বিন্দুও নড়বে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
নির্বাচনে সরকার সংবিধানের বাইরে এক বিন্দুও নড়বে না বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবিধানের বাইরে সরকার এক বিন্দুও নড়বে না বলে জানিয়েছেন ১৪ দলের প্রধান সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি এও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই  আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে গৌরবময় মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৬তম বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (জেপি)  আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

জেপি সভাপতি বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু'র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীলিপ বড়ুয়া, গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউল রশিদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. সাহাদাত প্রমুখ।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম।

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, আপনি প্রতিদিনই  একই কথা বলছেন। আপনি নির্বাচন কমিশন, সরকারকে বিশ্বাস করতে পারছেন না। আপনাকে আমাদের বিশ্বাস করতে হবে না। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখুন।   আমরা নির্বাচনে বিশ্বাসী, জনগণকে বিশ্বাস করি। জনগণের রায় আমরা মেনে নেবো। তবে মনে রাখুন সংবিধানের বাইরে  কোন নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। সংবিধানের বাইরে  আমরা এক বিন্দুও নড়বো না।  

আগামী নির্বাচন এমপি, মন্ত্রী হওয়ার জন্য নয় জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন সকল অর্জনকে গতিশীল রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই  নির্বাচনে যদি ভুল হয় তাহলে বাংলাদেশ অন্ধকারে চলে যাবে। আমাদের সকল অর্জন শেষ হয়ে যাবে।   ওই নির্বাচনে ভুল হলে একাত্তরের হানাদাররা আবার ক্ষমতায় আসবে।

আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী নির্বাচনে কোনো ভুল করা যাবে না। বর্তমান সরকারকেই আবারো ক্ষমতায় আনতে হবে।

সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন।   সেই স্বাধীনতার ফসল ঘরে তুলতে হবে। জামায়াত ও যুদ্ধাপরাধীর দল এখনো স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। জামায়াত বিএনপি ক্ষমতা থাকায় অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীতে অনেক রাজাকারের ছেলে মেয়েদের ঢুকিয়ে দিয়েছে। তারা এখনো দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশকে কিভাবে পাকিস্তান বানানো যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।