ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের কমিটি ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের কমিটি ঘোষণা জয়দেব রায়, বিশ্বজিৎ ভদ্র ও অলোক দে

ঢাকা: জয়দেব রায় জয়কে সভাপতি ও বিশ্বজিৎ ভদ্রকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এটি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের একটি অঙ্গ সংগঠন।

সহ-সভাপতি পদে রয়েছেন সঞ্চিত কুমার দেব, সঞ্জয় গুপ্ত ও সুবির সাহা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন পার্থ প্রতিম বড়ুয়া অপু, অপূর্ব হালদার অপু ও সনজিৎ কুমার সরকার। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন অলোক দে।

যুব ফ্রন্টের আংশিক কমিটির পাশাপাশি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে নতুন করে ৬ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলে নিপুন রায় চৌধুরী, মিল্টন বৈদ্য, মৃনাল কান্তি বৈষ্ণব, রতন বালা, মিন্টু বসু ও সঞ্জয় দে (রিপন)।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।