ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিকরগাছায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
ঝিকরগাছায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন ছুরিকাঘাতে খুন/ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের ঝিকরগাছায় দলীয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ‌মিলন হোসেন (২৬) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাটাখাল এলাকায় মিলনের বাড়ির পার্শ্ববর্তী পূজা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিলন হোসেন উপজেলার কাটাখাল গ্রামের মৃত আলম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে রাজু সর্দারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মিলন হোসেনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় সংসদ সদস্য (এমপি) মনিরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা মিলন হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৩৬ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কল্লোল কুমার সাহা বাংলানিউজকে বলেন, পে‌টসহ শরীরে একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঝিকরগাছা থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
ইউজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।