ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিজয় দিবসে আ’লীগের সমাবেশ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বিজয় দিবসে আ’লীগের সমাবেশ চলছে

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিজয় র‌্যালি পূর্ব সমাবেশ চলছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী সমাবেশ সমবেত হয়েছেন।

এতে রাজধানীর মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত আছেন।

সমাবেশ শেষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে থেকে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় র‌্যালি বের করা হবে।

বাংলাদেশে সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।